বসুন্ধরার মালিক শাহ আলম বিল গেটসের পথ ধরলেন

বিল গেটসের মত বসুন্ধরা গ্রুপ, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ২৪, বসুধা রেডিও এর মালিক শাহ আলমও সম্পদের ৫০% দান করে দিলেন। তিনি বলেন আমাকে মানুষ কত কিছু বলে ভূমি দস্যু, ঋণ খেলাপী, কালো টাকার ব্যবসায়ী ব্লা ব্লা ব্লা! এই সব লোকের মুখ বন্ধ করে দিতে আমি ঠিক করেছি আমার সম্পত্তির ৫০% পার্সেন্ট আমি ফিফটি ফিফটিতে দান করে দিচ্ছি!

আমি আমার ব্যাঙ্কের ঋণও আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দান করতে চাই! তার ব্যাঙ্ক ঋণের পরিমাণ কত জানতে চাইলে তিনি বলেন ছেলেদের বেতন, মেয়েদের বয়স আর শিল্পপতিদের ব্যাংক ঋণের পরিমাণ জিগাইতে নাই। আমাদের দেশের সাংবাদিকরা এই সব মাইনা চলতে চায় না… এই কারণে তিনি এত পত্রিকা, রেডিও চ্যানেল খুলেছেন…যাতে কেউ তার সম্পত্তির পরিমাণ নিয়ে প্রশ্ন তুলতে না পারে।

ঠাডা প্রতিনিধির অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন “এই দান শুধুমাত্র বৈধ সম্পদের ক্ষেত্রে প্রযোজ্য।”
অবৈধ সম্পদের ব্যাপারে তিনি বলেন সে যে আমার সম্পদ নহে, সম্পত্তি!


কী চমৎকার দেখা গেল