নোবেল পুরস্কার ফিরিয়ে দিন: হানিফ

কর ফাঁকির জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে ড. মুহাম্মদ ইউনূসকে নোবেল পুরস্কার ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ। তিনি বলেছেন, ড. ইউনুস যদি কর দিতেন তাহলে আজকে চালের দাম ৮ টাকা কেজি হত। তিনি কর ফাঁকি দেওয়াতে চালের দাম ৫০ টাকা হয়েছে। দেশের জন্য ড. ইউনূসকে কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। তার চাইতে আমার নাপিত অনেক ভাল।কী সুন্দর চুল ফেলে দেয়।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে যুবতীলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে বীরের জাতি হিসেবে পরিচিত করেছিলেন। আর ড. ইউনূস টাকা আনার জন্য গোটা জাতিকে ভিক্ষুকের জাতি হিসেবে পরিচিত করেছে। তিনি গোটা জাতিসহ ৩০ লাখ শহীদকে অপমান করেছেন। সুতরাং এতেই প্রমাণ হয় বঙ্গবন্ধু ড. ইউনুসের চাইতে ভাল লোক ছিলেন।

তিনি ড. ইউনূসের নোবেল পুরস্কার কেড়ে নিয়ে তা দ্রুত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে দিয়ে দেওয়ার জন্য আহবান জানান। এই দাবী মেনে নেওয়া না হলে তিনি আবার আব্দুল জলিল কে নিয়ে এসে নরোয়েজিয়ান কমিটিকে ট্রাম্পকার্ড দেখাবেন বলে হুশিয়ার করে দেন। ছাত্রলীগকেও তিনি এ ব্যাপারে চেতনা খাড়া করে সজাগ থাকতে বলেন। অনুষ্ঠানে অন্যান্য যুবতীরা বক্তৃতা করেন।