ফেসবুক নিয়ে বিসিবিতে তোলপাড়

ফেসবুকে জাতীয় দলের ড্রেসিং রুমের অন্তরংগ ভিডিও চিত্র প্রকাশের পর এ নিয়ে পত্রিকার রিপোর্ট ছাপা হয়েছে। আর এতে বিসিবি কর্মকর্তাদের টনক নড়েছে। কর্মকর্তারা অনুসন্ধানে নেমেছে ফেসবুকে জাতীয় দলের ড্রেসিং রুমের ভিডিও কে প্রকাশ করেছে। তারা সন্দেহ করছেন এতে উৎপাদ এর হাত থাকতে পারে।

সন্দেহমুক্ত নন আন্তর্জাতিক ক্রিকেটবিশেষজ্ঞ উৎপাদ

ইংল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার ম্যাচ জেতার পর রাতে ড্রেসিং রুমে জাতীয় দলের সদস্যদের আনন্দ-উৎসব করার প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করে ফেসবুকে ছেড়ে দেয়া হয়। সেই ভিডিওচিত্রটি এখন সবার কাছেই পাওয়া যাচ্ছে।

সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে সবার মনে একটি প্রশ্নই উঠেছে, ‘তাহলে কি ড্রেসিং রুম অরক্ষিত?’ সাধারণত ম্যাচ শেষ হলে বহিরাগত যারা ড্রেসিং রুমে নিয়মিত যান তাদের মধ্যে বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ বিশিষ্ট ক্রিকেট বিশেষজ্ঞ আনিসুল হকের দিকে সবার সন্দেহের আংগুল। মতি আর উৎপাদ এর যোগসাজশে তিনি এই কাজ করে থাকতে পারেন বলে অনেকেই আশংকা প্রকাশ করেছেন।

পত্রিকায় রিপোর্ট ছাপা হবার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তারাও তাদের চর্বিযুক্ত পাছু এবং ভুঁড়ি নিয়ে নড়েচড়ে বসেছেন। তদন্ত শুরু করে দিয়েছে বিসিবি। বিসিবি কর্মকর্তাদের মধ্যে আহমেদ সাজ্জাদুল আলম ববি, জালাল ইউনুস আশ্বাস দেন দ্রুতই এ বিষয়ে সমাধান বের করা হবে। তবে টাইগারদের ড্রেসিংরুম যে একদিনের জন্য হলেও অরক্ষিত থেকেছে, সেটি কিভাবে সম্ভব হলো; এ নিয়েই এখন মাথাব্যথা কর্মকর্তাদের। ম্যাচ দেখতে আসা বিসিবি কর্মকর্তাদের কপালে ভাঁজ দেখা গেছে গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। কে এই ভিডিও বিশ্বের সামনে এনেছে? তাকে চিহ্নিত করা হবে দ্রুত এবং ড্রেসিং রুম থেকে যেন এরকম আর কোন বিষয় জনসাধারণের সামনে না আসে সেই পদক্ষেপও দ্রুত গ্রহণ করা হবে বলে জানালেন বিসিবির সহসভাপতি আহমেদ সাজ্জাদুল আলম ববি।

বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ